কেন্দুয়ায় আশ্রয়ণ প্রকল্পে আগুন ৬৩ জনের বিরুদ্ধে মামলা – আটক ৩

juel / ৫১ দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৪ আগস্ট, ২০২২

কেন্দুয়া (নেত্রকোনা)থেকে আবুল কাশেম আকন্দ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল গ্রামের সরকারি শতবর্ষী খেলার মাঠের কিছু অংশে স্থানীয় ভূমি ও গৃহহীনদের জন্য নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পের দুটি ঘরে আগুন দেয়ার ঘটনায় ৬৩ জন নামোল্লেখসহ অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এসএম মেশকাতুল ইসলাম বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

তবে পুলিশ ঘটনার দিনই বলাইশিমুল গ্রামের জাহাঙ্গীর আলম (৩৩), জনি মিয়া (২০) ও আলামিন (৩০) নামে তিন যুবককে আটক করে।

আটকদের, রোববার (১৪ আগস্ট) সকালে নেত্রকোনা আদালতে সোপর্দ করা হয়েছে। কেন্দুয়া থানার ওসি মো. আলী হোসেন পিপিএম এসব তথ্য নিশ্চিত করে বলেন, এর আগেও ওই আশ্রয়ণ প্রকল্পের ঘর ভাংচুরের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল।

এদিকে বলাইশিমুল আশ্রয়ণ প্রকল্পের চলমান পরিস্থিতি নিয়ে শনিবার বিকালে প্রেসব্রিফিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই প্রেসব্রিফিংয়ে উপস্থিত স্থানীয় গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে ইউএনও তার বক্তব্যে বলেন, মাঠ রক্ষার নামে এলাকার একটি দুস্কৃতিকারী মহল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহৎ উদ্যোগ ভূমি ও গৃহহীন মানুষদের জন্য নির্মিতব্য আশ্রয়ণ প্রকল্পকে বাঁধাগ্রস্ত করছে। দুস্কৃতিকারী ওই মহলটির সাথে এলাকার প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিসহ সরকারি কর্মকর্তারাও জড়িত। তবে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের কাজে বাঁধা প্রদানকারী কাউকেই ছাড় দেয়া হবে না বলেও জানান ইউএনও।

এ সময় ইউএনও আরও বলেন, বলাইশিমুল খেলার মাঠের ১ একর ৮৭ শতাংশ ভূমি রয়েছে। এর মধ্যে কিছু জায়গায় এলাকাবাসীর দখলে ছিল। আমরা তা উদ্ধার করেছি এবং মাঠের কিছু অংশের শ্রেণি পরিকর্তন করে ৪৬ শতাংশ ভূমিতে আশ্রয়ণের ২৩টি ঘর নির্মাণের কাজ শুরু করি। তবে মাঠের কথা চিন্তা করে বর্তমানে সেখানে ১২টি ঘর নির্মাণ করা হচ্ছে এবং বাকি ১১টি ঘর অন্য মৌজায় নির্মাণ করা হবে। কিন্তু ঘর নির্মাণের শুরু থেকেই এলাকার কিছু সংখ্যক মানুষ মাঠ রক্ষার দাবিতে আশ্রয়ণ প্রকল্পের বিরোধিতা করে আসছে।
অথচ মাঠের ১ একর ৪১ শতাংশ জায়গা রয়েছে। মাঠের জায়গাটুকু সংস্কার করে সুন্দর করে দেয়ার আশ্বাস প্রদানের পরও এলাকার ওই মহল মাঠ রক্ষার দাবিতে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

এদিকে শনিবার (১৩ আগস্ট) বিকেল ৫ টায় বলাইশিমুল আশ্রয়ণ প্রকল্প ও মাঠ রক্ষার দাবীতে মানব বন্ধনসহ প্রতিবাদ সভা করেন বলাইশিমুল ইউনিয়ন আওয়ামীলীগ।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন,কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম, কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পৌরমেয়র মোঃ আসাদুল হক ভঞা, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ কামরুল হাসান ভূইয়া, তাজুল ইসলাম তাজু, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজ উর রহমান বিপুল,বলাইশিমুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিম, সাধারন সম্পাদক কামরুজ্জামান ঝুমান প্রমূখ।
তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, যারা মাঠ রক্ষার নামে দেশের বিভিন্ন স্থানে আন্দোলন সংগ্রাম করছেন, তারাই মূলত চাননা, মাঠ রক্ষা হোক। তারা চান, প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের উচ্ছেদ। মাঠ রক্ষা করেই প্রধানমন্ত্রীর নির্দেশে মাঠে তৈরী করা হচ্ছে আশ্রয়ন প্রকল্প। এতে মাঠও রক্ষা হচ্ছে, প্রকল্পও থাকছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর