কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতাঃ
উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস বিভিন্ন কর্মসূচি মাধ্যমে পালন করা হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) সকাল ১০টায় কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে শোক র্যালি, আলোচনা সভা, বৃক্ষ রোপন এবং শোক দিবসে”বঙ্গবন্ধু ও বাংলাদেশ”বিষয়াদি সম্পর্কে কুইজ কুইজ, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদেরকে পুরষ্কার দেওয়া হয়েছে।
কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবসের প্রতিটি কর্মসূচিতে
উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, মোঃ নূরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), মাহমুদা বেগম, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি, এডভোকেট আব্দুল কাদির ভূইয়া, কেন্দুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মোঃ মোফাজ্জল হোসেন ভূইয়া, কেন্দুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, সেলিনা বেগম সুমি, কেন্দুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ, কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ আলী হোসেন (পিপিএম), কেন্দুয়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ বজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম জিলানীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সামাজিক, সাংস্কৃতিকজন।