কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতাঃ
নেত্রকোনার কেন্দুয়ার আলোকিত সন্তান বাংলা একাডেমি ও স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত লেখক অধ্যাপক যতীন সরকারের ৮৭তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাত ১০টায় কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করে চর্চা সাহিত্য আড্ডা। কেক কাটা পূর্ব আলোচনা সভায় রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি সহকারী অধ্যাপক কামরুল কবীর ভূইয়া পল্টুর সভাপতিত্বে ও চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়কারী রহমান জীবনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহিত্যিক মো. নুরুল ইসলাম। মূখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন, কবি নেহাল হাফিজ। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. লাইমুন হোসেন ভূইয়া, পালা নাট্যকার সাংবাদিক রাখাল বিশ্বাস ও শিক্ষক মো. অলি আজাদ। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক মামুনুর রশিদ মামুন, আবুল কাশেম আকন্দ, শিক্ষক মিজানুর রহমান, হোসাইন মোহাম্মদ আপন, মো. রফিকুল ইসলাম, আনোয়ার উদ্দিন হিরণ প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষক ইমরুল কায়েস তুহিনসহ স্থানীয় সাহিত্য সাংস্কৃতিককর্মীরা উপস্থিত ছিলেন।