কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সামাজিক ক্ষমতায়ন ও আইনি রক্ষা কর্মসূচি (সেলপ) এর আয়োজনে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ব্রাক সেলফ অফিসার নাছির উদ্দীনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি,কেন্দুয়া থানার অফিসার ইন চার্জ আলী হোসেন,পৌর আওয়ামী লীগের ও বাজার কমিটির সভাপতি এনামুল হক ভূঞা, বীর মুক্তিযোদ্ধা গোলাম জিলানী,সাংবাদিক আসাদুল করীম মামুন, সমরেন্দ্র বিশ্ব শর্মা, বর্তমান চেয়ারম্যান আজিজুল ইসলাম, জাকির আলম, এনামুল কবীর খান, কামরুজ্জামান সোহাগ, ফজলুর রহমান, আব্দুস ছালাম বাঙালী প্রমূখ।
সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বলেন বাল্য বিয়ে একটি সামাজিক ব্যাধি।একে সকলেই সম্মিলিত ভাবে প্রতিহত করতে হবে।