কেন্দুয়া ( নেত্রকোনা) সংবাদ দাতাঃ
হঠাৎ মরে ভেসে উঠল নেত্রকোণার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের চিরাং বাজার সংলগ্ন ভাগাটিয়া বিলের ৩৫ একর জায়গার একটি ফিশারির কোটি টাকা মূল্যের মাছ।
শনিবার (২৭ আগস্ট) দিনগত রাত থেকে রোববার (২৮ আগস্ট) সকাল পর্যন্ত এসব মাছ মরে ভেসে উঠে। এতে ওই ফিশারির মালিকপক্ষ দিশেহারা হয়ে পড়েছেন।
এদিকে খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে অক্সিজেনের সংকটের কারণেই মাছগুলো মরে ভেসে উঠেছে। কারণ ফিশারি পানিতে অক্সিজেনের মাত্রা যেখানে ৫.০০ পিপিএম থাকার কথা, সেখানে আছে মাত্র ২.৮০ পিপিএম এবং আ্যমোনিয়ার মাত্রা যেখানে কম থাকাট কথা, সেখানে আ্যমোনিয়ার মাত্রা ছিল অনেক বেশি। বিশাল জায়গার এই ফিশারির মালিকপক্ষকে আগে থেকেই সতর্ক ও সচেতন থাকা উচিত ছিল বলে জানান এই মৎস্য কর্মকর্তা।
স্থানীয়রা জানান, চিরাং বাজার সংলগ্ন ভাগাটিয়া বিলে চিথোলিয়া সমাজ কল্যাণ উন্নয়ন সমিতির প্রায় ৩৫ একর ভূমি নিয়ে একটি বিশাল ফিশারি রয়েছে। বিগত দিনে ফিশারিটিতে সমিতির উদ্যোগে মাছ চাষ করা হতো। কিন্তু পরবর্তীতে তারা সমিতির উদ্যোগে ফিশারি পরিচালনা বন্ধ করে দেন। এ অবস্থায় এই ফিশারিটি ৩ বছরের লিজ নেন একই উপজেলার রোয়াইবাড়ি আমতলা ইউনিয়নে মাছ ব্যবসায়ী মো. সাইফুল আলম ও বাচ্চু মিয়া নামে দুই ব্যক্তি। পরে ওই ফিশারিতে তারা মাছ চাষ করে তার পরিচর্যা করে আসছিলেন।
এরইমধে রোববার ভোররাত থেকে ফিশারিতে মাছগুলো মরে ভেসে উঠতে শুরু করে। ফিশারির মালিকপক্ষ সকালে সেখানে গেলে তারা মাছগুলো মরে ভেসে উঠতে দেখেন।
ফিশারি মালিক মো. সাইফুল আলম জানান, আমি ও আমার সহযোগী মো. বাচ্চু মিয়া দুজন মিলেই ৩ বছরের জন্য ফিশারিটি লিজ নিয়ে মাছ চাষ শুরু করি। প্রথম বছর ভালো ব্যবসাও হয়েছে। লাভের আশায় এ বছরও মাছ চাষ করেছিলাম। কিন্তু সব শেষ হয়ে গেল।
তিনি আরও জানান, রোববার ভোররাতে ফিশারিতে গিয়ে দেখতে পাই যে ফিশারির প্রায় সব মাছ মৃত অবস্থায় ভেসে উঠে। ফিশারিতে থাকা পাবদা মাছসহ বিভিন্ন প্রজাতির প্রায় কোটি টাকার মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।