প্রেমের সম্পর্কের জেড়;কেন্দুয়ায় পৌর কাউন্সিলের বাড়িতে কলেজছাত্রীর আত্নহত্যার চেষ্টা

juel / ৭৬ দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

কেন্দুয়া( নেত্রকোনা)সংবাদদাতাঃ
উপজেলায় এক পৌর কাউন্সিলরের বাড়িতে গিয়ে বিষপান (কীটনাশক) করে আত্মহত্যা করার চেষ্টার ঘটনা ঘটিয়েছে এক কলেজছাত্রী।

ওই কাউন্সিলরের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের অবনতি হওয়ায় আঠারো বছর বয়সী কলেজছাত্রীটি এমন ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।

গত সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যায় কেন্দুয়া পৌরশহরের সাউদপাড়া এলাকায় ওই কাউন্সিলরের বাড়িতে এ ঘটনাটি ঘটে।

এদিকে ঘটনার পর ওই কলেজছাত্রীকে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে ওই কলেজছাত্রী।

ছাত্রীটি স্থানীয় একটি কলেজে উচ্চমাধ্যমিকে অধ্যয়নরত এবং বিবাহিত প্রেমিক আনিসুর রহমান রতন কেন্দুয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরশহরের সাউদপাড়া এলাকার মৃত মোতালিবের ছেলে।

মঙ্গলবার (৩০ আগস্ট) সন্ধ্যায় স্থানীয় কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী ছাত্রীটির পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, পৌর কাউন্সিলর আনিসুর রহমান রতনের সাথে পার্শ্ববর্তী কান্দিউড়া ইউনিয়নের দীঘলকুশা (রাজিবপুর) গ্রামের কলেজছাত্রীটির দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। সম্প্রতি তাদের মধ্যে সম্পর্কের অবনতি দেখা দিলে মেয়েটি প্রেমিক রতনের বাড়িতে গিয়ে হাজির হয়। এ সময় একপর্যায়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায় সে।

ওসি আরও বলেন, ঘটনার সংবাদ পাওয়ার পরপরই কেন্দুয়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মহোদয় ও আমি ছাত্রীটির চিকিৎসার ব্যবস্থাসহ তাদের বাড়ি ও ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবগত করা হয়েছে। এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে পৌর কাউন্সিলর আনিসুর রহমানের রতনের বক্তব্য নিতে তার মুঠোফোনে বারবার যোগাযোগ করলেও ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর