গৌরীপুরে ওএমএস কমিটির সভা অনুষ্ঠিত

juel / ৪৫ দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩১ আগস্ট, ২০২২

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা উপজেলা খোলা বাজারে খাদ্য শস্য বিক্রয় ওএমএস কমিটির আয়োজনে বুধবার (৩১ আগস্ট) বিকালে উপজেলা অফিসার্স ক্লাব সভাকক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

১ সেপ্টেম্বর হতে সারা দেশের ন্যায় গৌরীপুর পৌরসভার উত্তর বাজারের ডিলার সুশান্ত সাহা, স্টেশন রোডের ডিলার তোফাজ্জল হোসেন, ইসলামাবাদ মাদ্রাসা এলাকার ডিলার আব্দুল মন্নাফ, কালিপুর দৈনিক বাজারের ডিলার দেলোয়ার হোসেন দুলাল, কালিপুর মধ্যম তরফের ডিলার ইকরাম হোসেন মামুন, এ ৫ টি স্থানে শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল ০৯টা হতে বিকাল ০৫টা পর্যন্ত খোলা বাজারে ন্যায্যমূল্যে চাল বিক্রয় করবে।

উল্লেখ্য প্রতি জন ক্রেতা ন্যায্যমুল্যে ৩০ টাকা দরে সর্বোচ্চ ৫ কেজি করে চাল ক্রয় করতে পারবেন। সাধারণ ক্রেতার পাশাপাশি টিসিবির পরিবার কার্ডধারীগণও প্রতি মাসে দুই বার করে ন্যায্যমূল্যে চাল ক্রয় করতে পারবেন।
উপজেলা ও এম এস কমিটির সদস্য-সচিবও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সরকারের সঞ্চালনায় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ এর সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ নিকহাত আরা, পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু এবং ওএমএস ডিলারগণ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর