কেন্দুয়ায় শোকাবহ আগষ্ট উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

juel / ৪৩ দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২


কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদ দাতাঃ
শোকের মাস আগষ্ট উপলক্ষে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩১ আগষ্ট ( বুধবার) রাতে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গনে জাতীয় শোক দিবস ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সভার শুরুতেই ১৫ আগষ্ট নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। দৈনিক ইত্তেফাক সাংবাদিক জিয়াউর রহমান জীবনের সঞ্চালনায় দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি আসাদুল করিম মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।তিনি বলেন যার জন্ম না হলে বাংলাদেশ হত না,যার জন্ম না হলে আমরা লাল সবুজ পতাকা পেতাম না,বিশ্বের বুকে মাথা উঁচু করে দাড়াতে পারতাম না সেই মহান ব্যক্তি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল এই মাসের ১৫ আগষ্ট। তিনি বলেন এই হত্যা কান্ডের সাথে যারা জড়িত ছিল এবং এখনও ফাঁসি হয় নাই তাদের দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবি জানান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ লুৎফর রহমান ভূঞা, কবি নেহাল হাফিজ,রাখাল বিশ্বাস মামুন অর রশিদ, আবুল কাশেম আকন্দ,মহিউদ্দিন সরকার, আশরাফুল হক গোলাপ, আনোয়ার উদ্দিন হিরন।,,প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বাঙালি, প্রভাষক জনাব আব্দুল মান্নান ভূঞা, শিক্ষক সজল সরকার , সহকারী প্রধান শিক্ষক হারুন অর রশিদ, প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি আবুল কাশেম আকন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর