কেন্দুয়ার রিদম জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে জাতীয় পর্যায়ে

juel / ১২৭ দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

কেন্দুয়া ( নেত্রকোনা) সংবাদদাতাঃ

কেন্দুয়ার বি এম আল শাহরিয়ার রিদম বিভাগীয় সাইন্স অলিম্পিয়াড থেকে উত্তীর্ণ হয়ে এখন জাতীয় পর্যায়ে প্রতোযিগাতার জন্য মনোনীত হয়েছে।
জানা যায়, গত শুক্রবার
(২ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে
সাইন্স অলিম্পিয়াড প্রতিযোগিতা নেত্রকোনার আন্জুমান স্কুলে অনুষ্ঠিত হয়। এতে ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর জেলা নিয়ে আঞ্চলিক পর্বে ময়মনসিংহ বিভাগের প্রাইমারী, জুনিয়র এবং মাধ্যমিক এই তিনটি গ্রুপে সাইন্স অলিম্পিয়াড প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।বি এম আল শাহরিয়ার রিদম কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।
বিভাগীয় সাইন্স অলিম্পিয়াডে জুনিয়রে মনোনীত হওয়া প্রসঙ্গে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জাহাঙ্গীর ভূঁইয়া বলেন,
কেন্দুয়ার বি এম আল শাহরিয়ার রিদম জুনিয়র পর্বে (৬ষ্ঠ-৮ম) আনুমানিক ৪০০ শিক্ষার্থীর মধ্যে মেধার স্বাক্ষর রেখে বিভাগীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে মনোনীত হয়েছে। এতে আমরা খুবই আনন্দিত। সে দেশসেরা হোক এই প্রত্যাশা করি।
এ বিষয়ে রিদমের পিতা মোঃ আলীনূর ভূঁইয়া বলেন, আমার ছেলে যেন জাতীয় পর্যায়েও ভালো করতে পারে- এ জন্য সকলের দোয়া চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর