রাজগৌরীপুর ডেস্কঃ স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান বলেছেন, করো’নাভাই’রাসের সংক্রমণ ঠেকাতে ঘরের বাইরে ও অফিস-আ’দালতে মাস্ক পরা বাধ্যতামূলক করে মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করা হয়েছে। মাস্ক পরা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে টাস্কফোর্স গঠন করা হয়েছে। মাঠপর্যায়ে জে’লা প্রশাসন ও পু’লিশ এ ব্যাপারে কঠোর ভূমিকা পালন করবে।
মাস্ক পরার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে স্বাস্থ্য সচিব বলেন, আমা’র স্ত্রী’কে নিয়ে গ্রামের বাড়ি গিয়েছিলাম। সেখানে এক আত্মীয়ের মাধ্যমে আমা’র স্ত্রী’ করো’নায় আ’ক্রান্ত হন। এরপর করো’নায় তার মৃ’ত্যু হয়। সেখানে ওই আত্মীয় (নারী) এবং আমা’র স্ত্রী’ মাস্ক ছাড়া ছিলেন। একে-অ’পরের সঙ্গে মাস্ক ছাড়া মিশেছেন। মূলত ওই আত্মীয়ের কাছ থেকে আমা’র স্ত্রী’ সংক্রমিত হন। আমা’র স্ত্রী’ মা’রা গেলেও ওই আত্মীয় এখন সুস্থ। এখন আমা’র কাছে বার বার মনে হয় মাস্ক পরিহিত থাকলে আমা’র স্ত্রী’কে হারাতে হতো না। আম’রা মানুষকে সচেতন করছি। কোনো অবস্থায়ই মাস্ক ছাড়া ঘরের বাইরে যাবেন না। মাস্ক পরা নিশ্চিত করতে আরও কঠোর হবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।