আনোয়ার হোসেন শাহীন ঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের প্রান্তিক গ্রামের তাতকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চান্দের সাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে বিভিন্ন বেসরকারী বিদ্যুৎসাহীদের অর্থায়নে ১৫ জোড়া বেঞ্চ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে ইউএনও হাসান মারুফ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাদের হাতে বেঞ্চসমূহ তুলে দেন। বিদ্যালয়ে বেঞ্চ দেয়ার এই এই উদ্যোগ গ্রহণ করেন গৌরীপুর উপজেলার নির্বাহী অফিসার হাসান মারুফ। বেঞ্চ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন,চাদের সাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসরিন বিনতে ইসলাম,তাতকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খন্দকার তাসনিম নাহার,সহকারী শিক্ষকগণ, পিটিএ সভাপতি, এসএমসি সভাপতিসহ অন্যান্যরা ।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, জাতি ও দেশ গঠনে শিশুদের সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সেলক্ষ্যে সরকার কাজ করছে। সরকারের পাশাপাশি সমাজের বেসরকারি সামর্থবান লোকদেরও শিশুদের শিক্ষার কল্যাণে এগিয়ে আসা উচিত।
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহিম বলেন, প্রান্তিক স্কুলগুলোর শিক্ষার মান উন্নয়নে ইউএনও সাহেবের এধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।