গৌরীপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

juel / ৪৮ দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

আনোয়ার হোসেন শাহীনঃ

‘সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার’ এ প্রতিপাদ্য কে সামনে রেখে ময়মনসিংহ গৌরীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস/২২ পালিত হয়। এ উপলক্ষে মঙ্গলবার ০৪ অক্টোবর(মঙ্গলবার) উপজেলা পরিষদ পাবলিক হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে অনূষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি। এছাড়াও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ নাজিমুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকন্দ। সভাপতির বক্তব্যে ইউএনও হাসান মারুফ বলেন, কন্যা শিশুদের অধিকার নিশ্চিত করতে পারিবারিক সচেতনতা সর্বপ্রথম জরুরী। নিজ পরিবার হতে সাপোর্ট পেলেই কন্যা শিশুদের অধিকার নিশ্চিত হবে।
বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি তাঁর বক্তব্যে বলেন,কন্যাদের কন্যা হিসাবে দেখতে চাই না। মানুষ হিসাবে দেখতে চাই। প্রত্যেকেই সুশিক্ষায় শিক্ষিত হবে।তাদের জন্য একটা নিরাপদ সমাজ, পরিবেশ, পরিবার গড়ে তুলতে হবে।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি এমন করে ভাবেন এমন করে দেখেন বলেই আমাদের কন্যারা এগুতে পারছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর