গৌরীপুরে প্রতারণার অভিযোগে একজনের ভ্রাম্যমাণ আদালতে সাজা

juel / ৪৪ দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৮ অক্টোবর, ২০২২

আনোয়ার হোসেন শাহীনঃ

ময়মনসিংহের গৌরীপুরে শনিবার ০৮ অক্টোবর (শনিবার) দুপুরে পৌরসভার চকপাড়া জামে মসজিদের পাশে তপু মুন্সীর বসত ঘর সংলগ্ন এলাকা হতে একজন প্রতারককে আটক করে ঘটনা স্থলেই মোবাইল কোর্ট বসিয়ে সাজা প্রদান করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র্যাট হাসান মারুফ। মিথ্যা ও অসত্য তথ্য দিয়ে ভোক্তার সাথে প্রতারণার অভিযোগে অভিযুক্ত মোঃ মোস্তাকিম হোসেন নাজমুল (৩০,পিতাঃ মোঃ জমির উদ্দিন,মাতাঃ মৃত নেহেরা বানু,গ্রামঃ আজমপুর,থানাঃ আখাউড়া-কে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এলাকাবাসী সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি নিজেকে পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ কর্মকর্তা দাবী করে সকলের কাছ থেকে অর্থ আদায় করতে চাচ্ছিলেন, এলাকাবাসী তাকে চ্যালেঞ্জ করে ও উপজেলা নির্বাহী অফিসারকে ফোনে অবহিত করা হলে তিনি দ্রুতই উপস্থিত হয়ে প্রতারণার বিষয়টি দেখতে পেয়ে এ সাজা ঘোষণা করেন। মোবাইল কোর্ট পরিচালনায় প্রয়োজনীয় সহায়তা করেন সাব ইন্সপেক্টর শফিকুল আলমের নেতৃত্বে গৌরীপুর থানা পুলিশের একটি টিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর