স্থাপনা সরিয়ে নেওয়ার মুচলেকা দিয়েও বহাল তবিয়তে আছেন গৌরীপুরের আলীম মোল্লা

juel / ৫৩ দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

গৌরীপুর প্রতিনিধি ঃ
সরকারী রাস্তার উপর ঘর নির্মানের অভিযোগের এর সত্যতা পেয়ে অভিযুক্ত ব্যাক্তি মোঃ আলীম মোল্লা ৭ দিনের মধ্যে স্থাপনা সরিয়ে নিবেন মর্মে মুচলেকা দেওয়ার পর দুই বছরেও স্থাপনা সরিয়ে নেননি। এঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সাতুতী গ্রামে।

রাস্তাটি গৌরীপুর পৌর সভার ৪ নং ওয়ার্ড এর পশ্চিম সীমান্তে রাব্বানীর দোকান থেকে সাতুতী পূর্বপাড়া জামে মসজিদ সংলগ্ন ভায়া গৌরীপুর -ময়মনসিংহ রেল লাইন অতিক্রম করেছে। এই রাস্তাদিয়ে গ্রামবাসী মুসল্লীসহ এলাকার লোকজন চলাচল করে আসছে।
উল্লােখিত গ্রামের পূর্ব পারার মোঃ আলীম মোল্লার সরকারী রাস্তার উপর বসতঘর নির্মান করায় জনসাধারণ চলাচলের সমস্যায় হচ্ছে। গ্রামবাসী এর প্রতিকার চেয়ে সহকারী কমিশনার(ভূমি) গৌরীপুর বরাবরে লিখিতভাবে জানালে তিনি
সংলিষ্ট ইউনিয়নের নায়েব সহ প্রশাসনের লোকজন নিয়ে নালিশী ভূমিতে উপস্থিত হয়ে ভূমি জড়িপ করেন। জড়িপে অভিযোগের সত্যতা প্রমানিত হলে সাত দিনের মধ্যে ভূমি দখলকারী মোঃ আলীম মোল্লাকে স্থাপনা সরানোর নোটিশ দেয়া হয়। নোটিশ পেয়ে আলিম মোল্লা সাত দিনের মধ্যে স্থাপনা সরিয়ে নেওয়ার মুচলেকা দেন। কিন্ত তিনি মুচলেকা দেয়ার পর দুই বৎসর পার হলেও বসত ঘরটি সরাননি।

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকতার ৯ই জুন / ২০২০ সালে রির্পোটে উল্লেখ সতুতী মৌজার বি আর এস রেকর্ড পর্যালোচনা করে দেখা যায়,বি আর এস ৪২৯ দাগে শ্রেণী হালট হিসাবে০.৫০০০ একর ভূমি ০১ নং খাস খতিয়ানে রয়েছে। উল্লােখিত ভুমিতে আলীম উল্লা ৫০ ফুট / ১৪ টিনের চৌচালা ও ৩০ ফুট লম্বা ১৩ ফুট প্রস্থ হাফ বিল্ডিং ঘর উত্তোলন করে।ফলে জনসাধারণ চলাচল করায় খুবই অসুবিধা হ্চ্ছে। এমতাবস্থায় সরকারী খাস জমিতে
উচ্ছেদের ব্যাবস্থা গ্রহনের নিমির্ত্তে প্রতিবেদন প্রেরণ করা হলো।

এব্যাপারে আলিম উল্লা ছেলে মোঃ মেহেদি হাসান বলেন,জায়গার পরিবর্তে রাস্তার জায়গা দিযেছি। গ্রামবাসী আঃ মান্নান বলেন,আলীম মোল্লা কোন জায়গা
দেননি। অন্যন্য শরীকদের জায়গা দিয়ে মানুষ যাতায়াত করছে।
গত ২০২০ সালে ১৫ নভেম্বর এলাকাবাসী পক্ষে সাবেক ইউপি সদস্য মোঃ আবু হানিফ শেখ “সরকারী রাস্তা দখল করে অবৈধভাবে ঘর তোলা প্রসঙ্গে” গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে আবেদন করলে তিনি সহকারী কমিশনার(ভূমি) গৌরীপুর জরুরী ব্যাবস্থা নিতে নির্দেশ দেওয়ার পরও কোন প্রকার কার্যকর ব্যাবস্থা নেয়া হয়নি।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর