কেন্দুয়া ( নেত্রকোনা) সংবাদদাতাঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বেখৈরহাটি এন,কে উচ্চ বিদ্যালয়ের ২০২১ সনের এস.এস.সি পরীক্ষায় যে সকল শিক্ষার্থীরা ফরম পুরন করেছে তাদেরকে টাকা ফেরত দেওয়ার জন্য ফরম ফিলাপের অতিরিক্ত টাকা ময়মনসিংহ শিক্ষা বোর্ড থেকে বেখৈরহাটি এন,কে,উচ্চ বিদ্যালয়ের ব্যাংক হিসাবে জমা দেয়া হয়েছে।
জমাকৃত অতিরিক্ত টাকা পাওয়ার জন্য শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে বার বার চেয়েও পাচ্ছে না। টাকা না পেয়ে ৫০ অধিক শিক্ষার্থীরা সম্প্রতি বিদ্যালয়ে তালা লাগানোর উদ্যোত হলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক টাকা দেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা চলে যায়।
গত ৩ নভেম্বর বৃহস্পতিবার টাকা প্রদানের কথা থাকলেও টাকা দেয়নি।
শিক্ষার্থী শুভন জানায়, করোনার কারনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ও শ্রেণি পাঠদান ব্যাহত হওয়ায় ২০২১ সনে এসএসসি পরীক্ষায় সব বিষয়ে পরীক্ষা হয় নি ফলে ফরম পূরনে জমাকৃত বোর্ড ফি থেকে মানবিক শাখার প্রতি শিক্ষার্থীদেরকে ৪শত ৬৩ টাকা ও বিজ্ঞান শাখার প্রতি শিক্ষার্থীদেরকে ৫শত টাকা করে অতিরিক্ত টাকা বিদ্যালয়ের ব্যাংক হিসাবে জমা হয়েছে।
শুভন আরো জানায়, জমাকৃত আমাদের প্রাপ্য টাকা চাইতে গিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে। এমনকি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পক্ষের লোক বেখৈরহাটি এলাকার মাহবুব ও সাজারুল আমাদের হাড় ঘোর ভেঙ্গে ফেলার হুমকি প্রদান করছে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুবনা নাসরিন বলেন, তাদের প্রাপ্য টাকা দিতে না পারায় লজ্জিত। কিন্তু বিদ্যালয়ের সভাপতি নিয়ে জটিলতা থাকায় যৌথ একাউন্টে থেকে টাকা উঠাতে পারছি না। তবে আগামী ১৬ তারিখ শিক্ষার্থীদেরকে টাকা দিয়ে দিব।