কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা
কেন্দুয়ায় রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে নানা আয়োজনে হুমায়ুন আহমেদের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
১৩ নভেম্বর (রবিবার) বিকালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পরিষদ মিলনায়তনে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের আয়োজনে সভাপতি মোঃ আসাদুল করিম মামুন এর সভাপতিত্বে রিপোর্টার্স ক্লাবের সদস্য এবং দৈনিক ইত্তেফাক প্রতিনিধি রহমান জীবনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল, কেন্দুয়া থানার অফিসার ইন চার্জ আলী হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আল উদ্দিন, উপিজেলা সিনিয়র মৎস অফিসার মোহাম্মদ আজহারুল আলম, কেন্দুয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বাবু রনেন সরকার, সাবেরুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বাঙালি, দৈনিক সমকাল প্রতিনিধি সমরেন্দ্র বিশ্বশর্মা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন হুমায়ুন আহমেদ আমাদের কেন্দুয়ায় কৃতি সন্তান। আমাদের কেন্দুয়ার গর্ব।আমাদের সম্পদ ছিলেন।হুমায়ুন আহমেদ বাকের ভাই,হিমু,মিসির আলীর মত চরিত্র সৃষ্টি করেছিলেন। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন হুমায়ুন আহমেদের নাম বাংলার বুকে চীর অম্লান হয়ে থাকবে।তিনি আরো বলেন জীবিত হুমায়ুন আহমেদ এর চেয়ে মৃত হুমায়ুন আহমেদ অনেক শক্তিশালী।
আরো বক্তব্য রাখেন সাবেরুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী প্রিয়ন্তি,রাফা,পারভিন সিরাজ মহিলা কলেজের ছাত্রী সায়মা,রিপোর্টার্স ক্লাবের সম্মানিত সদস্য আজকের বসুন্ধরা সাংবাদিক আনোয়ার উদ্দিন হিরন, রিপোর্টার্স ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি নেহাল হাফিজ, কেন্দুয়া সরকারি কলেজের প্রভাষক মোঃ আবদুল মান্নান ভূঞা, সহ প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ, বিভাগের সেরা প্রধান শিক্ষক সজল কুমার সরকার, সমকাল প্রতিনিধি সমরেন্দ্র বিশ্ব শর্মা, রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মোঃ লুৎফর রহমান ভূঞা।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি মামুন অর রশিদ, সম্মানিত সদস্য আজকের দর্পন প্রতিনিধি কামরুল কবীর ভূঞা, রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি ভোরের ডাক প্রতিনিধি আবুল কাশেম,দৈনিক আমার সংবাদ প্রতিনিধি আশরাফ গোলাপ, দৈনিক গণকণ্ঠ প্রতিনিধি সৈয়দ মোখলেস উজ্জামান,প্রধান শিক্ষক কামরুজ্জামান শামীম,শিক্ষক অনুকূল সরকার,শিক্ষক ইমরুল কায়েস তুহিন সহ সুশীল সমাজের প্রতিনিধি গণ, বীর মুক্তিযোদ্ধা গণ,বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গণ।
এ ছাড়া ও হুমায়ুন আহমেদ এর গ্রামের বাড়ি কুতুবপুরে তার জন্ম দিন উপলক্ষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।