কেন্দুয়া ( নেত্রকোনা) সোয়া চাঁন পাখি “
এক অদ্ভুত বাঁশিওয়ালার মোহন সুরে বিরহী হৃদয় প্লাবিত হলো সঙ্গীতের অমিয় বারিধারায়। যাদুকর বাঁশিওয়ালা আব্দুল বারী সিদ্দিকীর ৬৮তম জন্মবার্ষিকী আয়োজন করেছে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাব।
আজ এই অদ্ভুত যাদুকর বাঁশিওয়ালা আব্দুল বারী সিদ্দিকীর ৬৮তম জন্মদিনে কেন্দুয়া রিপোর্টাস ক্লাবের আয়োজনে “”সোয়া চাঁন পাখি”” শিরোনামে আলোচনা সভা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কবি ও সাংবাদিক জিয়াউর রহমান জীবনের সঞ্চালনায় ক্লাব কার্যালয়ে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংস্কৃতিকজন মো.কামরুল হাসান ভূঁইয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, কবি সাংবাদিক নেহাল হাফিজ, উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি নাট্যকার সাংবাদিক রাখাল বিশ্বাস, শিক্ষক মোঃ রফিকুল ইসলাম খোকন, সঙ্গীত শিল্পী প্রদীপ পন্ডিত,প্রধান শিক্ষক ও শিল্পী সুশেন সাহা রায় প্রমূখ।
এছাড়াও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজ উর রহমান সুমন, আব্দুস সাত্তার আকন্দ, যুগান্তর প্রতিনিধি মামুনুর রশীদ মামুন, ভোরের ডাক প্রতিনিধি আবুল কাশেম আকন্দ, স্বদেশ প্রতিদিন প্রতিনিধি কামরুল কবীর ভূঁইয়া, বাংলাবাজার প্রতিনিধি মনিরুজ্জামান রাফি,শিল্পী মুকুল সরকার, আনিসুল ইসলাম সাগর, মাসুদুর রহমান তৌহিদ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রয়াত সঙ্গীত শিল্পী
আব্দুল বারী সিদ্দিকীর স্মরণে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।