বিশ্বকাপ ফুটবলকে ঘিরে কেন্দুয়ায় পতাকা বিক্রির হিরিক

juel / ৫১ দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২


কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদ দাতাঃ
বিশ্বকাপ ফুটবল মানেই সমর্থকদের টান টান উত্তেজনা। প্রতিবারই বিশ্বকাপ ফুটবল শুরু হলে দেশের অন্যান্য উপজেলার মতো কেন্দুয়া উপজেলা ও ফুটবলের উত্তাপ ছড়িয়ে পড়ে। এবারও এর ব্যতিক্রম নয়। ইতিমধ্যে খেলা দেখার জন্য দিন গণনা শুরু করে দিয়েছেন ফুটবল প্রেমীরা। এরই অংশ হিসেবে চলছে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর পতাকা বেচাকেনার হিড়িক।
সরেজমিনে দেখা যায়, বিশ্বকাপ ফুটবল শুরুর আগেই পতাকা কাধে নিয়ে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন মৌসুমী বিক্রেতারা । আর তাদের কাছ থেকে পতাকা কিনতে ভিড় করছেন শহরের ফুটবল প্রেমীরা। বিশেষ করে কেন্দুয়া বাজার এলাকায় পতাকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। সেই সঙ্গে তাদের বিক্রিও বেড়েছে আগের তুলনায় অনেক বেশি। প্রতিদিনই দোকানের সামনে ভিড় লেগে থাকছে।

শহরের কেন্দুয়া বাজার এলাকার পতাকা বিক্রেতারা বলছেন, দেশের অন্যান্য স্থানের মতো এ উপজেলাতেও আর্জেন্টিনা—ব্রাজিল ফুটবল টিমের সমর্থক বেশি থাকায় এই দুই দেশের পতাকা বেশি বিক্রি হচ্ছে। এ ছাড়া জার্মানি, ফ্রান্স, স্পেন, সৌদি আরব ও পর্তুগালের পতাকাও বিক্রি হচ্ছে।

সাউদ পাড়া এলাকার এক পতাকা বিক্রেতা ফেরিওয়ালা কায়সার মিয়া জানান, বিশ্বকাপ শুরুর আগে থেকেই ফেরি করে পতাকা বিক্রি করি। কয়েক দিন আগে বিক্রি কম ছিল। বিশ্বকাপের দিন যত ঘনিয়ে আসছে আর বিক্রি তত বাড়ছে। আমি বাংলাদেশ, আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স ও স্পেনসহ বিভিন্ন দেশের পতাকা বিক্রি করছি। প্রকারভেদে প্রতিটি পতাকা ৫০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত বিক্রি করছি।পাশাপাশি জার্সি,টাকশোট,ক্যাপ ও বিক্রি করছি।

কেন্দুয়া শহরের বাসিন্দা আসাদুল করিম মামুন জানান, বিশ্বকাপকে সামনে রেখে কেন্দুয়াতে বিভিন্ন দলের পতাকা বিক্রি বেড়েছে। আমি নিজেও ৩টি পতাকা কিনেছি। একটি বাংলাদেশের। বাকি দুটি ব্রাজিল ও আর্জেন্টিনার। আমার ঘরে দুই দলের সমর্থকই রয়েছে, তাই কিনতে হয়েছে।
পৌরসভার শান্তি বাগের বাসিন্দা এস,এস,সি পরীক্ষার্থী আবুল হাসান মারুফ বলেন, আমার বাসায় আমি ব্রাজিল ও ভাগিনা আর্জেন্টিনা সর্মতন তাই দুটি পতাকা ও জার্সি কিনা হয়েছে।
শহরের প্রায় প্রতিটি বাড়িতেই বিভিন্ন দেশের টানানো পতাকা শুভা পাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর