আজ বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আব্দুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী

juel / ৪১ দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

ময়মনসিংহের গৌরীপুরে বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সংবাদপত্র এজেন্ট শেখ আব্দুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী আগামীকাল মঙ্গলবার (৬ ডিসেম্বর)। তিনি ১৯৭৭ সালে সংবাদপত্রের ব্যবসার পাশাপাশি সাংবাদিকতা পেশায় নিয়োজিত হন। ৮০’র দশকে গৌরীপুর উপজেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় তিনি ছিলেন পত্রিকার একমাত্র এজেন্ট। ১৯৮১ সালে গৌরীপুর প্রেসক্লাব প্রতিষ্ঠায় অগ্রনী ভূমিকা পালন করেন তিনি।

এ উপলক্ষে গৌরীপুর প্রেসক্লাবের উদ্যোগে এদিন বাদ আছর মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মাহফিলের আয়োজন করা হয়েছে। শেখ আব্দুর রহমানের জীবদ্দশায় সাপ্তাহিক এশিয়া, সাপ্তাহিক পরিধি, দৈনিক আজাদ, দৈনিক কৃষান, দৈনিক কালবেলা, দৈনিক সমাচার ও আজকালের খবরসহ অসংখ্য সংবাদপত্রের নিজস্ব সংবাদদাতা হিসাবে সুনামের সাথে কাজ করেন। গৌরীপুর প্রেসক্লাবের পাশাপাশি তিনি সাংবাদিক সমিতি, সাংবাদিক সংস্থা গৌরীপুর উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। গৌরীপুর রেলওয়ে জংশনে প্রতিষ্ঠা করেন নার্গিস রেলওয়ে গ্রন্থ বিতান। বর্তমানে এটি রহমান রেলওয়ে বুক স্টল নামে নামকরন করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর