কেন্দুয়ায় হানাদার মুক্ত দিবস পালিত

juel / ৫১ দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদ দাতা

১৯৭১ সালের ০৭ ডিসেম্বর কেন্দুয়া উপজেলা হানাদার মুক্ত হয়েছিল।সেই থেকে প্রতি বছর ০৭ ডিসেম্বর কেন্দুয়া হানাদার মুক্ত দিবস পালিত হয়ে আসছে।তারই ধারাবাহিকতায় আজ কেন্দুয়ায় হানাদার মুক্ত দিবস উপলক্ষে জাতীয় পতাকা,দলীয় পতাকা উত্তোলন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৭ ডিসেম্বর) সকাল ১১.০০ ঘটিকায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং একটি বর্নাঢ্য শোভাযাত্রা পৌর সভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।র‍্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের উপজেলা যুগ্ম আহবায়ক শাহাদত হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের দায়িত্বপ্রাপ্ত সভাপতি উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল এর অনুপস্থিতিতে সহকারী কমিশনার ভূমি মোঃ রাজিব হোসেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল কাদির ভূঞা, কেন্দুয়া উপজেলা মুক্তি যোদ্ধা সংসদ কমান্ডের সাবেক সভাপতি মোঃ বজলুর রহমান,কেন্দুয়া উপজেলা সন্তান কমান্ডের আহবায়ক জুনায়েদ আহমেদ প্রমূখ।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য বৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি গণ এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক গণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর