গৌরীপুরে র‍্যালি,আলোচনার মধ্যদিয়ে মুক্ত দিবস পালিত

juel / ৭৬ দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

আনোয়ার হোসেন শাহীনঃ

ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড, গৌরীপুর সন্মেলিত সাংস্কৃতিক জোট,গৌরীপুর আবৃত্তি পরিষদ পুষ্পমাল্য অর্পন, র‍্যালি,আলোচনা, কবিতা আবৃতি ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে মুক্ত দিবস পালিত হয়।
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা
নাজিম উদ্দিনের সঞ্চালনায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ও ইউএনও হাসান মারুফের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন ওসি মাহমুদুল হাসান, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা কমান্ডার আব্দুর রহিম,বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মুফতি, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধার সন্তান রমিজ উদ্দিন স্বপন, প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক ফরিদ উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা রহিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধার সন্তান মশিউর রহমান কাউসার প্রমুখ।
গৌরীপুর সন্মেলিত সাংস্কৃতিক জোট, বিজয় ৭১ এ স্মৃতি সৌধে পুষ্প মাল্য অর্পন করে।গৌরীপুর আবৃত্তি পরিষদ বিজয় ৭১ এ স্মৃতি সৌধের পাদদেশে কবিতা আবৃতি অনুষ্টানের আয়োজন করে।
মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে
মুক্তিযোদ্ধাদের হামলায় পাক হানাদার বাহিনী ৭ ডিসেম্বর দিনগত রাতে শহর ছেড়ে রেলযোগে গৌরীপুর থেকে পালিয়ে যায়। গৌরীপুর থানায় অবস্থানরত পুলিশ ও রাজাকাররা মুক্তিযোদ্ধার নিকট
আত্মসমর্পন করে। ৮ ডিসেম্বর গৌরীপুর মুক্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর