গৌরীপুরে মহান বিজয় দিবস উদযাপিত

juel / ৪৭ দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

আনোয়ার হোসেন শাহীনঃ

ময়মনসিংহের গৌরীপুরে দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উপযাপিত হয়েছে।
সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসন ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করে। মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ বিজয়-৭১ এ মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা,
পুলিশ বাহিনী, আনসার বাহিনী, বাংলাদেশ স্কাউটস, উপজেলা আওয়ামী লীগও সহযোগী বিভিন্ন অঙ্গ সংগঠন,উপজেলা বি এন পি,জাতীয় পার্টি , গৌরীপুর প্রেস ক্লাব,উপজেলার ১০টি কিশোর কিশোরী ক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

উপজেলা আওয়ামী লীগ বিজয় ৭১ এ,এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও মহান বিজয় দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সোমানাথ সাহার সঞ্চালনায় আলোচনা সভা এবং শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া’র আয়োজন করা হয়।

এছাড়াও দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য ছিল সকাল ৯টায় গৌরীপুর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ, কুচকাওয়াজ ও শারীরিক কসরত, বেলা ১১টায় স্থানীয় মুক্তিযোদ্ধা কবরস্থানে প্রয়াত মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত, বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা প্রদান, দুপুরে জাতির শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি ও শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত, হাসপাতাল ও এতিম খানায় উন্নত মানের খাবার পরিবেশন, কর্মকর্তাদের ক্রীড়া প্রতিযোগিতা,মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতাসহ সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর