গৌরীপুরে মোবাইল কোর্টে পাচজনকে কারাদণ্ড

juel / ৪৩ দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

আনোয়ার হোসেন শাহীনঃ

ময়মনসিংহে গৌরীপুরে ২১ ডিসেম্বর (বুধবার) সকালে মোবাইল কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবন এবং গাজা সেবন ও সেবনের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে ০৫ জনকে ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে তাৎক্ষণিকভাবে ডৌহাখলা ইউনিয়নের মৃত নুরুজ্জামানের পুত্র মোঃ লিটন মিয়া(৩৫) কে তিন মাসের কারাদণ্ড ও পাচশত টাকা অর্থদণ্ড, বোকাইনগর ইউনিয়নের মৃত আমানত খার পুত্র মোঃ আব্দুল রাজ্জাক(৫৮) কে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড, একই ইউনিয়নের তেলিহাটি গ্রামের মোঃ নাজিম উদ্দিনের পুত্র মোঃ আবুল হাসান(৪২) কে দশ মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড , একই গ্রামের মোঃ হাফেজ উদ্দিনের পুত্র মোঃ নয়ন মিয়া(৩৫) কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড এবং একই গ্রামের মোঃ আব্দস সাত্তারের পুত্র মোঃ আনোয়ার কাদির (৪৩) কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাচশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ধৃত আসামীদের নিকট থেকে উদ্ধারকৃত ইয়াবা ও গাঁজাসহ সরঞ্জামাদী পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন হাসান মারুফ, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, গৌরীপুর, ময়মনসিংহ। সার্বিক সহায়তা করেন চন্দন গোপাল সুর ও সঙ্গীয় টীম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ ‘ খ’ সার্কেল, ময়মনসিংহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর