ময়মনসিংহ অফিসঃ ময়মনসিংহের সদর উপজেলায় খাগডহর ইউনিয়নে একই দিনে একসাথে বিশ যুবক যুবতীর বিয়ে দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। করোনা পরিস্থিতির কারণে সামাজিক দুরত্ব বজায় রেখে তিনি নিজে উপস্থিত থেকে বিশ জোড়া যুবক যুবতীর বিয়ে দিয়েছেন। করোনা ভাইরাস সংক্রমণের আতঙ্কে সবকিছুই চলছে ডিলেঢালা। জরুরী প্রয়োজন ছাড়া মানুষ থেকে বের হচ্ছেনা এমনকি স্কুল প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি বিবাহও বন্ধ রয়েছে। আনুষ্ঠানিক ভাবে বিয়ে দেওয়া,বিয়ে করানো দুটোই বন্ধ রয়েছে ফলে অনেক অভিভাবকগণ বিয়ে করানো ও দেওয়া নিয়ে বিপাকে রয়েছে। অনেক ছেলে মেয়ের বিয়ের বয়স বেড়ে যাচ্ছে এতে যুব সমাজেরও অবক্ষয় রীতিমতো দেখা যাচ্ছে। আর এ থেকে উওরণের জন্য আজ ২৫শে জুলাই শনিবার সদর উপজেলার খাগডহর ইউনিয়নে যৌতুকবিহীন গণবিবাহ- ২০২০ এর আয়োজন করা হয়। উক্ত গণ বিবাহে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদ উদ্দিন মাসুদ দা.বা. ও বিশেষ অতিথি হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ও কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃফিরোজ তালুকদার পিপিএম (বার)। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্হানীয় কাউন্সিলার,চেয়ারম্যান ও প্রিন্সিপালসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ। উক্ত গণবিবাহ দেখতে আসেন কয়েক গ্রামের শত শত উৎসুক জনতা।