স্টাফ রিপোর্টার: তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান এমপি বলেন, বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে আজ বিশ্ব থমকে দাড়িঁয়েছে। এমন পরিস্থিতিতে ঘর থেকে মানুষজন বের হচ্ছে না। এমনকি এখন সরকারি বেসরকারি অফিস- আদালত ও প্রতিষ্ঠান চালু হলেও বন্ধ রয়েছে স্কুল কলেজ শিক্ষা-প্রতিষ্ঠান। আর এই পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকরা দিন- রাত নিরলসভাবে কাজ করে চলছেন। তিনি আরো বলেন, করোনাকালীন সময়ে গণমাধ্যম কর্মীরা প্রথম সারির যোদ্ধা হিসেবে কাজ করছেন। কাউকে যোগ্য সন্মান দিতে শেখ হাসিনার সরকার কার্পন্য করেন না। সেজন্যই করোনা যোদ্ধাদের বিশেষ তহবিল থেকে অনুদান দিয়ে অনুপ্রেরণা যুগিয়েছেন। আপনাদের আমি স্যালুট জানাই। আপনারা বর্তমান সময়ে যেভাবে মাঠে থেকে কাজ করে যাচ্ছেন,তাতে সমাজের অনেক তথ্য উঠে আসছে। তিনি আরো বলেন, করোনাকালীন সময়ে সম্মুখসারির যোদ্ধা আরো ১০ হাজার গণমাধ্যমকর্মীকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে বিশেষ সহায়তা দেয়া হবে। দলমত নির্বিশেষে সকল গণমাধ্যমকর্মীরা এই সহায়তা পাবেন। গতকাল রবিবার (২৬ জুলাই) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে সাংবাদিকদের সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।