কেন্দুয়া (নেত্রকোনা)সংবাদ দাতা
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সান্দিকোনা খেলার মাঠে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধায় নববধূকে নিয়ে হেলিকপ্টারে অবতরণ করেন মতিউর।
বাবা- মার ইচ্ছা ছিল হেলিকপ্টারে করে বিবাহ করতে যাবেন।অবশেষে সেই ইচ্ছা পূরণ করতে নববধূকে হেলিকপ্টারে করেই বাড়িতে নিয়ে গেলেন মতিউর রহমান হিরা।
তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের রাইজুড়া গ্রামের মোঃ আব্দুর রহমানের ছেলে।বিয়ে করেছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঘাটা গ্রামের আব্দুল হামিদের মেয়ে স্বপ্না আক্তার রিতাকে।
হেলিকপ্টারের বর- কনেকে এক নজর দেখার জন্য এলাকায় শত-শত মানুষ ভিড় জমান।
হেলিকপ্টারে করে বরযাত্রা এবং পরে নববধূকে নিয়ে হেলিকপ্টার অবতরণের সময় আইন শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তার দায়িত্বে ছিলেন কেন্দুয়া থানার উপপরিদর্শক শফিউল আলমের নের্তৃত্বে একদল পুলিশ।
বর মতিউর রহমান বলেন বাবা- মার ইচ্ছা ছিল বিয়ে করে আমি যেন হেলিকপ্টারে নববধূ নিয়ে আসি।বাবা- মার সেই ইচ্ছা পূরণ করতেই আমি হেলিকপ্টারে করে নববধূ কে নিজ বাড়িতে নিয়ে আসি।বাবা- মার ইচ্ছা পূরণ করতে পেরে আমি ভীষণ খুশি।