কেন্দুয়া(নেত্রকোনা)সংবাদ দাতা
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নেশাজাতীয় দ্রব্য খাইয়ে চালককে অজ্ঞান করে ইজিবাইক নিয়ে পালানোর চেষ্টাকালে আবদুল জলিল (৪০) ও আশরাফুল (২৬) নামের দুই চোরকে হাতে নাতে আটক করা হয়েছে। এ ঘটনায় গতকাল শুক্রবার থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার আশরাফুলের বাড়ি নান্দাইল উপজেলার কুতুবপুরে এবং জলিলের বাড়ী কেন্দুয়া উপজেলার নওপাড়ায়।
জানা গেছে,গত বৃহস্পতিবার রাতে আশরাফুল ও আবদুল জলিল যাত্রী বেশে রনির ইজিবাইকে উঠে উপজেলার বেখৈরহাটি বাজারের উদ্দেশ্যে রওনা দেন। এক পর্যায়ে পথে ইজিবাইক চালক রনিকে নেশাজাতীয় দ্রব্য মেশানো জুস খেতে দেওয়া হয়। এতে রনি অচেতন পড়লে যাত্রীবেশে থাকা চোরেরা ইজিবাইকটি নিয়ে পালানের চেষ্টা করেন। তখন স্থানীয় লোকজন এগিয়ে এসে অচেতন অবস্থায় চালক রনিকে উদ্ধার এবং আশরাফুল ও জলিল নামের দুই চোরকে হাতেনাতে আটক করেন। পরে পুলিশ গিয়ে ইজিবাইকটি জব্দ এবং আটক দুই চোরকে ধরে থানায় নিয়ে আসে। এ ছাড়া অসুস্থ রনিকেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে এ ঘটনায় ইজিবাইকের চালক রনির বাবা উমেদ আলী বাদী হয়ে গতকাল শুক্রবার কেন্দুয়া থানায় একটি মামলা করেন।
এর সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার এসআই মোহাম্মদ আলী জানান,এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি আশরাফুল ও আবদুল জলিলকে আদালতে পাঠানো হয়েছে।