করোনা আক্রান্ত হয়ে ময়মনসিংহ সিনিয়র জেল সুপারের মৃত্যু

Iqbal Hossain Jwel / ৯৩ দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার:

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আবু জাহেদের মৃত্যু হয়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুর ১টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন  ময়মনসিংহ বিভাগীয় ডিআইজি (প্রিজন) জাহাঙ্গীর কবির

তিনি বলেন, সিনিয়র জেল সুপার মো. আবু জাহেদ করোনায় আক্রান্ত হওয়ার পর গত ১১ জুলাই রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে  তিনি মারা যান।

তিনি আরো বলেন, গত ৫ জুলাই তার জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়। ৭ জুলাই অসুস্থতা বাড়লে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার করোনার নমুনা পরীক্ষা করা হলে নেগেটিভ আসে। তবে তার শ্বাসকষ্ট ক্রমেই বাড়তে থাকে।১১ জুলাই সন্ধ্যায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার করোনা পজিটিভ আসে। এরপর থেকে সেখানেই তিনি ভর্তি ছিলেন।

আবু জাহেদের গ্রামের বাড়ি মেহেরপুর জেলার সদর উপজেলার থানা পাড়া রোডে। ব্যাক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক। তিনি ১৯৯১ সালে কারা বিভাগে যোগদান করেন। যশোর ও কুমিল্লা কেন্দ্রীয় কারাগার সহ দেশের বিভিন্ন জেলা কারাগারে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ ২৪ মার্চ ২০২০ তারিখ তিনি ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার হিসেবে যোগদান করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর