গৌরীপুরে বি,এস,এফ, এম,এসটি,ইউ’র শিক্ষার্থীদের মাঠ সফর অনুষ্টিত

juel / ৫৬ দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

আনোয়ার হোসেন শাহীনঃ
,

ময়মনসিংহের গৌরীপুর ২৩ জানুয়ারি (সোমবার) রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত ঝলক মৎস্য প্রজনন কেন্দ্র ও হাচ্যারীতে জামাল পুর থেকে আগত বঙ্গমাতা শেখ ফজিতুননেছা মুজিব সাইন্স এন্ড টেকনোলোজি (বি,এস,এফ,এম,এস,টি,ইউ)এর মাঠ সফর অনুষ্টিত হয়।

বঙ্গমাতা শেখ ফজিতুননেছা মুজিব সাইন্স এন্ড টেকনোলোজি ইউনিভার্সিটি (বি,এস,এফ,এম,এস,টি,ইউ) ডিপার্টমেন্ট ওফ ফিসারীজের চেয়ারম্যান ড, আব্দস সাত্তার জানান,২৮ জন শিক্ষার্থী, তিন জন শিক্ষক নিয়ে বাস্তব প্রশিক্ষণে মাঠ সফর করতে গৌরীপুরে জাতীয় পদকপ্রাপ্ত ঝলক মৎস্য হ্যাচারীতে আসেন। এখান থেকে হাতে কলমে রেনু উৎপাদন,পরিচর্যা, মৎস্য চাষের নানা বিষয় জ্ঞানার্জন করে তাদের শিক্ষাজীবনকে সমৃদ্ধ করবে।

মাঠ প্রশিক্ষণের সময় উপস্থিত ছিলেন
বি,এস,এফ,এম,এস,টি,ইউএর ডিপার্টমেন্ট ওফ ফিসারীজের চেয়ারম্যান ড, আব্দস সাত্তার, সহকারী অধ্যাপক প্রার্থ সারতী দাস,প্রভাষক রুনা আক্তার যুতি।
ঝলক মৎস্য প্রজনন কেন্দ্র ও হাচ্যারীর
স্বত্বাধিকারী অজিত চৌহান বলেন,আমার ৪০ বছরের অভিজ্ঞতার আলোকে শিক্ষার্থীদের কাছে গুনগত মানসম্পন্ন রেনু উৎপাদনের নানা বিষয় এবং মৎস্যচাষের পরিচর্যার নানা দিক নির্দেশনা প্রদান করি।

উল্লােখ্য,গৌরীপুরে ঝলক মৎস্য প্রজনন কেন্দ্র ও হ্যাচারীটি রেনু পোনা উৎপাদনে
১৯৯৬ ও ২০১১ সালে
জাতীয় মৎস্য পুরস্কার অর্জন করে। ১৯৯৮ সালে প্রেসিডেন্স পদক,মহত্বা গান্ধি এ্যাওয়ার্ড, অনন্য সোশ্যাল ফাউন্ডেশন ও ২০১২ সালে সাংবাদিক সৌসাইটি পদক অর্জন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর