কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদ দাতা
কেন্দুয়া উপজেলায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ১১৯ জন নতুন সহকারী শিক্ষক হিসাবে যোগদান করেছেন।
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মঙ্গলবার (২৪ জানুয়ারি) মোট ১১৬ টি বিদ্যালয়ে ১১৯ জন নতুন সহকারী শিক্ষক যোদান করেছেন।তার আগে ২২ জানুয়ারি নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে তারা যোগদান করেন,২৩ জানুয়ারি তাদেরকে জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে পদায়ন করা হয় এবং ২৪ জানুয়ারি নিয়োগ পত্রে উল্লেখিত বিদ্যালয়ে যোগদান করেন।এদের মধ্যে যারা প্রশিক্ষণ প্রাপ্ত তারা ১৩ তম গ্রেড এবং যারা প্রশিক্ষণ বিহীন তারা ১৬তম গ্রেড প্রাপ্ত হবেন।
কেন্দুয়া উপজেলার নব যোগদানকৃত ১১৯ জন শিক্ষকের মধ্যে ২৭ জন শুন্য পদে এবং ৯২ জন শিক্ষক সৃষ্টপদে যোগদান করেছেন।
কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম বলেন ২৪ জানুয়ারি ( মঙ্গলবার) কেন্দুয়া উপজেলার ১১৬ টি প্রাথমিক বিদ্যালয়ে ১১৯ জন নতুন সহকারী শিক্ষক হিসাবে যোগদান করেছেন। তাদের মধ্যে ২৭ জন শুন্য পদে এবং ৯২ জন সৃষ্ট পদে যোগদান করেছেন।
আমি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে সকলকেই শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং তাদের কর্মজীবনের সফলতা কামনা করছি।