কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতাঃ
ভাষার মাসের শুরুতে নেত্রকোনার কেন্দুয়ায় ‘আমাদের মাতৃভাষা ও বর্তমান প্রেক্ষাপট’ বিষয়ক এক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত চর্চা সাহিত্য আড্ডার আয়োজনে কেন্দুয়া উপজেলা পরিষদ চত্বরে এ আসর অনুষ্ঠিত হয়।
আসরে আলোচনার ফাঁকে ফাঁকে ভাষা বিষয়ক বিভিন্ন কবিতা আবৃত্তি করেন স্থানীয় কবি ও আবৃত্তি শিল্পীরা।
সাংবাদিক মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে ও চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়কারী রহমান জীবনের সঞ্চালনায় আসরে মুখ্য আলোচক ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম। আলোচক ছিলেন, প্রাবন্ধিক অধ্যাপক রণেন সরকার, এডভোকেট আ.ক.ম বজলুর রহমান তুলিপ, গীতিকার মির্জা রফিকুল হাসান, পালা নাট্যকার সাংবাদিক রাখাল বিশ্বাস ও কবি সাংবাদিক সমরেন্দ্র বিশ্ব শর্মা।
এ সময় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. লাইমুন হোসেন ভূইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জামিরুল হক ও আবৃত্তি শিল্পী সৈয়দ আফজালুন্নেছা রুমী।
আসরে কবিতা পাঠ করেন, কবি সাইফ সিরাজ, আশরাফ উদ্দিন ভূইয়া, নামিরা হক দৃষ্টি ও শিশু বর্ণা। আড্ডায় স্থানীয় অর্ধশত সাহিত্য সাংস্কৃতিক কর্মী উপস্থিত ছিলেন।