নুরুল ইসলাম দেশের জন্য কাজ করে গেছেন, ;অসীম কুমার উকিল এমপি

juel / ৫১ দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩

কেন্দুয়া ( নেত্রকেনা) সংবাদদাতাঃ নেত্রকোনা-৩ আসনের এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল বলেন, যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম বাবুল ভাল ও বড় মনের মানুষ ছিলেন। তিনি দেশের জন্য কাজ করে গেছেন। তাঁর সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। ওয়ান ইলেভেনের সময় আমি ও নুরুল ইসলাম বাবুল একসঙ্গে কারাগারে ছিলাম। তিনি কারাগারে সার্বিক ভাবে আমার খোঁজ খবর রেখেছিলেন। । তাছাড়া যুগান্তরের সম্পাদক, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলমসহ সকল সাংবাদিকদের সঙ্গে আমার হৃদ্যতা সম্পর্ক রয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়তে যুগান্তর ভূমিকা রাখছে এবং রাখবে । স্মার্ট বাংলাদেশ গড়তে সকল সাংবাদিকদের সহযোগিতা চাই। যুগান্তর দুই যুগে পদার্পণ উপলক্ষে শুক্রবার সকালে নেত্রকোনার কেন্দুয়ায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এমপি অসীম কুমার উকিল এসব কথা বলেন।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা, সহকারী কমিশনার (এসিল্যান্ড) রাজিব হোসেন, ওসি মো. আলী হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক কামরুল হাসান ভূঁইয়া, তাজুল ইসলাম, শহিদুল হক ফকির বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও মোজাফরপুর ইউপি চেয়ারম্যান জাকির আলম, মাসকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস ছালাম বাঙালী, সাবেরুন্নেছা গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মুখলেছুর রহমান বাঙালী, উদীচী শিল্পী গোষ্ঠী কেন্দুয়া শাখার সভাপতি নাট্যকার রাখাল বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সমকাল সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, উপজেলা আ’লীগের নেতা সাইফুল ইসলাম আঙ্গুর, আব্দুল্লাহ আল ফারুক ছানা, সিদ্দিকুর রহমান, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ফণীভূষণ ভদ মাধু, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শফিকুর রহমান, সায়মা একাডেমির প্রধান শিক্ষক শহীদুল ইসলাম ভূঞা, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সজল কুমার সরকার , রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক লাইমুন হোসেন ভূঞা, কেন্দুয়া সরকারি কলেজের প্রভাষক আব্দুল মান্নান ভূঞা, পারভীন সিরাজ মহিলা কলেজের প্রভাষক মুজাহিদুল ইসলাম ভূঞা, উদীচী শিল্পী গোষ্ঠী কেন্দুয়া শাখার সাধারন সম্পাদক সাংবাদিক মহিউদ্দিন সরকার, কেন্দুয়া প্রেসক্লাব সাংবাদিক আয়নাল হক, মুজিবুর রহমান, কিশোর শর্মা, নাট্য অভিনেতা সাংবাদিক মাইন উদ্দিন সরকার রয়েল, রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবুল কাশেম আকন্দ, সাংবাদিক হুমায়ুন কবীর, আশরাফুল হক গোলাপ, আয়েশ উদ্দিন ভূঞা, কামরুল কবীর ভূঞা পল্টু, মনিরুজ্জামান রাফি প্রমূখ।

দৈনিক যুগান্তর প্রতিনিধি ও কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ মামুন শুভেচ্ছা বিনিময় করেন।

স্বজন সমাবেশ কেন্দুয়া উপজেলা শাখার সদস্য সচিব ও রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কবি, ছড়াকার রহমান জীবনের সঞ্চালনায় স্বজন সমাবেশের সাবেক সভাপতি ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাংবাদিক আসাদুল করিম মামুন সভাপতিত্ব করেন।

স্বজন সমাবেশ আয়োজিত কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সহযোগিতায় প্রতিষ্ঠাবার্ষিকী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে যুগান্তর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

আলোচনা পূর্বে আনন্দ শোভাযাত্রা ও কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর