গৌরীপুরকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে যৌথ সভা

juel / ৪৭ দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর  উপজেলাকে ’ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটি, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিকদের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২০ফেব্রয়ারি) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে
গৌরীপুর  উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য
রাখেন,  ময়মনসিংহের উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্হাপনা অতিরিক্ত জেলা প্রসাশক মাহ্ফুজুল আলম মাসুম। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি)মোসা. নিকহাত আরা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী অসিত বরণ দেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, ইউপি চেয়ারম্যান আল-মুক্তাদীর শাহীন, হযরত আলী, আল ফারুক, জায়েদুরর রহমান, সালাহ উদ্দিন কাদের রুবেল, জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদ, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি প্রমুখ।

সভায় উপজেলা প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারীবৃন্দসহ ও ইউনিয়ন সহকারী ভ‚মি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টসূ ত্রে জানা গেছে, ‘আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার’- শ্লোগানে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ‘ক’ শ্রেণির ভ‚মিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের জন্য সরকারি খাস জমিতে গৃহ নির্মাণ করে দেয়া হয়।

এ উপজেলায় প্রধানমন্ত্রী আশ্রয়ণ-২ প্রকল্পে আওতায় ১৯০টি ভূমিহীন পরিবারকে ঘর নির্মাণ করে দেয়া হয়। প্রথম পর্যায়ে ১০২টি, দ্বিতীয় পর্যায়ে ২৫টি, তৃতীয় পর্যায়ে ৪২টি ও চতুর্থ পর্যায়ে ২১টি ভ‚মিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হয়।

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন জানান, সরকারের দেওয়া নির্দেশনা মোতাবেক ‘ক’ শ্রেণির এ ঘরগুলো নির্মাণ করে পর্যায়ক্রমে তা হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর