কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতাঃ
নির্মাণের পর থেকে গত চার পাঁচ বছর যাবত চরম অযত্ন ও অবহেলায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সাহিতপুর বাজারের সেই শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল।
সোমবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে তিনি একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ফুলের তোড়া দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, কেন্দুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জুনায়েদ আফ্রাদ ও কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন স্থানীয় সান্দিকোণা ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে সম্প্রতি এই শহীদ মিনারটি নিয়ে বিভিন্ন অনলাইন ও দৈনিক পত্রিকায় একটি সংবাদ প্রকাশ হলে তা ইউএনও কাবেরী জালালের দৃষ্টিগোচর হয়।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ইউএনও কাবেরী জালালের সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টা আমার দৃষ্টিতে আসার পরপরই স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আমি শহীদ মিনারটি সংস্কার করাতে বলি। তিনি পরিষদের লোকজন দিয়ে খুব চমৎকারভাবে শহীদ মিনারটি সংস্কার করে সাজিয়ে রাখেন। পরে একুশের প্রথম প্রহরে আমরা তাতে ফুলের তোড়া দিয়ে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি।
তিনি আরও বলেন, ভাষাশহিদ ও শহীদ মিনারের প্রতি কোনোরকম অসম্মান হলে তা মেনে নেওয়া হবে না। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মার্তৃভাষা বাংলার স্বীকৃতি, সেইসব শহিদ ও তাদের সম্মানে নির্মিত শহিদ মিনারের যথাযথ মর্যাদা রক্ষা করতে হবে এবং নতুন প্রজন্মকেও তা শেখাতে হবে।