কেন্দুয়ায় ১৩ ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি শুরু

juel / ৫০ দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩

কেন্দুয়া(নেত্রকোনা) সংবাদদাতা

‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ১৩টি ইউনিয়নে ২৬ জন ডিলারের মাধ্যমে হতদরিদ্রদের মধ্যে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি শুরু হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের গোগবাজার এলাকায় এ চাল বিক্রি কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল।

এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শহীদুল্লাহ, খাদ্যবান্ধব কর্মসূচির কান্দিউড়া ইউনিয়নের ডিলার মো. মুসলিম উদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শহীদুল্লাহ বলেন, আজ থেকে উপজেলার ১৩টি ইউনিয়নে একযুগে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি শুরু হয়েছে। ২৬ জন ডিলার উপজেলার মোট ৮ হাজার ৭১৮ জন হতদরিদ্র কার্ডধারী সুবিধাভোগী পরিবারের প্রত্যেকের মধ্যে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল বিক্রি করছেন।

এ কার্যক্রম তদারকির জন্য প্রত্যেক ডিলারের সাথে একজন করে ট্যাগ অফিসার সংযুক্ত রয়েছেন বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর