রাকিবুল ইসলাম রাকিব:
ময়মনসিংহের গৌরীপুরের রামগোপালপুর ইউনিয়নের পাচাশি গ্রামে ঘরবাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় মামলা হয়েছে।
গত বৃহস্পতিবার পাচাশি গ্রামের সিরাজুল হকের স্ত্রী রহিমা খাতুন বাদী হয়ে গৌরীপুর থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় আসামি করা হয়েছে- রামগোপালপুর ইউনিয়নের পাচাশি গ্রামের লাল মিয়া মন্ডল (৬৫), হৃদয় মিয়া (২৩), রাকিব (১৯), আশরাফুল ইসলাম (২৪), শিবলু মিয়া (৪৮), রিয়াজ মিয়া (২০), জুয়েল (৩৫), আল মামুন রাজিব (৩৬), কাউসার আহমেদ (২৬), মশিউর রহমান (৩৭), কালা মিয়া (৫৮), এনামুল হক মন্ডল (৪১), শফিক মন্ডল (৩৪), কবির উদ্দিন (৪২), মইজুল মন্ডল (৫১), রাফি উদ্দিন (২৫), নজরুল ইসলাম (৫৩), সজিব মন্ডল (২৪), রুকন মন্ডল (৪৮), বাছির উদ্দিন (৩৫), মাকছুল (২০), ফরহাদ মন্ডল (২৫), আবুল কালাম (৪৫), আজিবুল মন্ডল (৩৮), দেলোয়ার হোসেন (২৯), মাকছুদুল ইসলাম (২৪), জামাল মিয়া (৩৫) সহ নাম উল্লেখ ২৭ জন সহ অজ্ঞাত ৫০/৬০ আসামি।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনার তদন্ত ও আসামিদের ধরতে চেষ্টা চালাচ্ছে।
প্রসঙ্গত, গত ১৯ ফেব্রæয়ারি উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পাচাশি গ্রামে বিদ্যুতের খুঁটি স্থাপনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সাজ্জাদুল হক নামে এক কৃষক নিহত হয়। পরে ওই হত্যাকান্ডের জের ধরে পাচাশি গ্রামের বিভিন্ন ঘরবাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয়।