কেন্দুয়া ( নেত্রকোনা) সংবাদদাতা
বাংলাদেশ যুব মহিলা লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক এমপি অধ্যাপক অপু উকিল বলেছেন, কৃষিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ গুরুত্বের কারণেই বাংলাদেশ বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তিনি কৃষিতে শুধু গুরুত্বই দেননি, তিনি নিজে একজন প্রধানমন্ত্রী হয়েও তার বাসভবন গণভবনকে একটি কৃষি খামারে পরিণত করেছেন। আর এ কারণেই সকল ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশ স্বমহিমায় এগিয়ে যাচ্ছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়ন কৃষকলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় অপু উকিল আরও বলেন, কৃষি বান্ধব বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা চান, একটি স্মার্ট বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশের কৃষকরাও হবেন স্মার্ট। যারা আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে ফসল উৎপাদন করে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবেন।
উপজেলা কৃষকলীগের আহবায়ক ফণিভূষণ ভদ্র মাধুর সভাপতিত্বে ও গড়াডোবা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল আকন্দের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভূইয়া।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূইয়া, তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবীর ভূইয়া, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোস্তাফিজ উর রহমান বিপুল, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক তালুকদার কনক, জেলা আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ুম রোকন, গড়াডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান খান সোহাগ, জেলা কৃষকলীগের আহবায়ক আব্দুস শহিদ, সদস্য সচিব আবু তাহের প্রমুখ।
শেষ মজিবুর রহমান ভূইয়াকে আহবায়ক ও হুমায়ূন কবীর হলুদকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট গড়াডোবা ইউনিয়ন কৃষকলীগের কমিটি ঘোষণা করেন উপজেলা কৃষকলীগের আহবায়ক ফণিভূষণ ভদ্র মাধু।