কেন্দুয়া (নেত্রকোনা)সংবাদদাতা
“স্মার্ট লাইফস্টক – স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) কেন্দুয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের বাস্তবায়নে বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন (এলডিপি) সহযোগিতায় কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে
কেন্দুয়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন শেষে আলোচনা সভায় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া-আটপাড়ার জাতীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল।
স্বাগত বক্তব্যে কেন্দুয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ভাস্কর তালুকদার আগত খামারিদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রদর্শনীতে বিভিন্ন এলাকাতে থেকে খামারিরা ৩০ টি স্টলে বিভিন্ন প্রজাতির (গরু, ছাগল, ঘোড়া, কুবতর, হাঁস-মুরগি) পশুপাখি নিয়ে হাজির হয়েছেন। আমরা আশা করছি এই প্রদর্শনীর মাধ্যমেই কেন্দুয়া উপজেলায় বিভিন্ন ধরনের খামার করতে উৎসাহিত হবে বলে তিনি মনে করেন।
কেন্দুয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসের সহকারী হুমায়ুন কবীর লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঁইয়া, কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. আলী হোসেন পিপিএম।
এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.কামরুল হাসাব ভূঁইয়া, মো. তাজুল ইসলাম, মো.শহিদুল হক ফকির বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবীর ভূঁইয়া, শ্রম সম্পাদক মোঃ সাইফুল ইসলাম আঙ্গুর, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন এলাকা থেকে আগত খামারিবৃন্দ উপস্থিত ছিলেন।