কেন্দুয়া বইমেলায় ড. জাফর ইকবাল

juel / ৪৪ দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ মার্চ, ২০২৩

কেন্দুয়া ( নেত্রকোনা) সংবাদদাতাঃ

কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের আয়োজনে কেন্দুয়া বই মেলায় ড. মুহম্মদ জাফর ইকবাল উপস্থিত ছিলেন।

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের আয়োজনে তিনদিন ব্যাপী বই মেলায় শনিবার ( ১৮ মার্চ) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য শিক্ষাবিদ, কেন্দুয়ার কৃতি সন্তান ড. মুহম্মদ জাফর ইকবাল, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন নেত্রকোনার সহকারী জেলা প্রশাসক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুল হক ভূঞা, কেন্দুয়া থানার অফিসার ইন চার্জ আলী হোসেন পিপিএম, বিশিষ্ট আদিবাসী গবেষক আলী আহমদ আইয়োব,লোক সাহিত্য গবেষক ও ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান প্রমুখ।

কেন্দুয়া বইমেলার প্রধান অতিথি ড. মুহম্মদ জাফর ইকবাল সকলের উদ্দেশ্য বলেন আমি এই কেন্দুয়ার লোক,এখানেই আমার জন্ম স্থান।তোমাদের আনন্দ নিয়ে পড়তে হবে,বই ব্রেউনকে ওয়াশ করে।সবাইকে দেশ নিয়ে ভাবতে হবে এবং স্মার্ট দেশ গঠন করতে হবে।তোমাদের ও নোবেল পেতে হবে।তিনি আরো বলেন অল্প সময় সুন্দর ভাবে বাঁচতে হবে,মানুষের মত মানুষ হতে হবে,রক্ত দিয়ে জন্ম দিন পালন করতে হবে।অন্যকে নিয়ে ভাবতে হবে,অন্যের জন্য কিছু একটা করতে হবে।এই দেশের দায়িত্ব তোমাদেরই নিতে হবে।আলোচনা শেষে তিনি বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন,শত শত শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং অটোগ্রাফ দেন।

তার আগে ড. জাফর ইকবাল দুপুর ১২টায় কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবে এসে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

উল্লেখ্য যে গত ১৬ মার্চ থেকে কেন্দুয়া বই মেলা শুরু হয় এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম কবীর, উদ্ভোধন করেন কেন্দুয়া আটপাড়ার মাননীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল। ২য় দিন ১৭ মার্চ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া সরকারি কলেজের অধ্যক্ষ উত্তম কুমার কর।

আলোচনা সভা শেষে দেশের বিশিষ্ট লোক সঙ্গীত শিল্পী কুদ্দুস বয়াতি ও কেন্দুয়া আনন্দ বিদ্যা নিকেতনের শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর