ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, আহত ৭

Iqbal Hossain Jwel / ৯১ দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২০

ষ্টাফরিপোর্টারঃ ময়মনসিংহ সদর ও নান্দাইলে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন মারা গেছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ৭ জন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের ময়মনসিংহ সদরের আলালপুর এলাকায় ফুলপুরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে একজন মারা যান । গুরুতর আহত হন ৩ জন।ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী জানান, মরদেহ ট্রাকের নিচে আটকা পড়েছিলো। ফায়ার সার্ভিসের সদস্যরা দুই ঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করেন। আহতদের ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে।এদিকে দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলের ঝালুয়া বাজার এলাকায় দ্রুতগামী ট্রাকটি একটি অটোরিকশাতে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে একজন মারা যান। আহত হয়েছে ৪ জন। তাদের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর