খালে বাধ অপসারণ, রক্ষা পেল ২শত হেক্টর ফসলি জমির ধান

juel / ৪০ দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা ঃ

সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হত নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ও বলাইশিমুল ইউনিয়নের বেকুয়া বিলের ফসলি জমি। এতে করে বেশ কয়েকটি গ্রামের কৃষকের প্রায় ২শত হেক্টর ফসলি জমির ধান পানিতে নিমজ্জিত ছিল। বিশ হাজার মণ ধান ক্ষতির সম্ভবনায় ছিল।

জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পেয়েছে এলাকার শতাধিক কৃষক কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগে মোস্তানি আহমেদ (সম্রাজ্য) সহ

এলাকাবাসী উল্লেখ করেন, উপজেলার নওপাড়া ইউনিয়নের বহুলী গ্রামের পিছনে বেকুয়া খালের বাধ দিয়ে উপজেলার নওপাড়া ইউনিয়নের বহুলী গ্রামের আসাব উদ্দিন, তালেব মিয়া, নাসির উদ্দিন, খাইয়ুম মিয়া খালে মাছ মারার জন্য বাধ দেওয়ায় বেকুয়া হাওড়ে পানি আটকে গিয়ে ২শত একর ফসলি জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত হচ্ছে।

পরবর্তীতে রোববার কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি রাজিব হোসেন ঘটনার স্থলে গিয়ে এলাকাবাসী সাথে কথা বলে বেকুয়া খালের বাধ অপসারণ করেন।

সোমবার দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায়, বেকুয়া খালের বাধ অপসারণ করার ফলে ফসলি জমির ধানী জমি থেকে পানি অপসারণ হচ্ছে।

এসময় কথা হয় বেশ কয়েকজন স্থানীয় কৃষকের সাথে তারা বলেন, খালের বাধ কেটে দেয়াতে বেশ কয়েকটি গ্রামের কয়েক শতাধিক কৃষকের ফসলি জমির ধান রক্ষা পেয়েছে।

উপজেলা সহকারী কমিশনার ভূমি রাজিব হোসেনের সাথে কথা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার জাহান কাওসার, বলাইশিমুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আকবর ( মুল্লীক)সহ এলাকার গণ্য মান ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর