গৌরীপুর প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে ভাতিজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাচা বাড়ীছাড়া হয়ে পালিতপুত্রের শুশুর বাড়ীতে অবস্থান করছেন। এঘটনাটি ঘটেছে উল্লেখিত উপজেলার অচিন্তপুর ইউনিয়নের মুখরিয়া গ্রামের উত্তর পাড়ায়।
জানাগেছে, চাচা
নবী নেওয়াজ খান(৬২)এর কোন সন্তানাদি না থাকায় জুয়েল খান হেলাল(৪২)কে ৫ মাসের শিশু থাকাবস্থায় দত্তক নিয়ে ১২০ শতাংশ জমি লিখে দেন।এতে ভাতিজা রুবেল খান খুব্ধ হয়ে বিভিন্ন সময় চাচাকে নানাভাবে অত্যাচার করে। রুবেলের বিরুদ্ধে চাচাসহ পালিতপুত্রের পরিবারকে বাড়ীথেকে বের করে দিয়ে জমি বেদখল করার অভিযোগ উঠে।
গত ১০ ফেব্রুয়ারি রুবেল মিয়া বাঁশঝাড়সহ,নানা জাতের গাছপালা ও ফসলাদি ধ্বংস করে পালিতপুত্রের স্ত্রী আসমাকে উপর্যুপরি কিলঘুষি মারিয়া মারাত্মক আহত করে। পরে সে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হয়ে হন।
এ ব্যাপারে আসমা বাদী হয়ে রুবেলের বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের করে।মামলা নং১০৮/২০২৩ সন।
এ বিষয়ে নবী নেওয়াজ খান সাংবাদিকদের জানান,আমার আপন ভাতিজা রুবেল খান অত্যাচার করে আমিসহ আমার পালিতপুত্র জুয়েল, পুত্রবধূ আসমা, দুই নাতিকে বাড়ীথেকে বের করে দিয়ে জমিবাড়ী তার দখলে নেয়। বর্তমানে প্রাণভয়ে পালিত পুত্রের শুশুর বাড়ী পাশ্ববর্তি ইউনিয়নের সোনাকান্দি গ্রামে আশ্রয় নিয়েছি।
এদিকে ভাতিজা রুবেল খান বলেন,আমার চাচাকে বাড়ী থেকে বের করেনি,তিনি স্বইচ্ছা পরিবারসহ চলে গিয়েছে। আমি বাড়ী জমিও দখল করিনি।বার বার তাগিদ করে, আমার কাছে বিক্রয় করা জমি চাচা রেজিস্ট্রি করে দেয়নি।আমার কাছে বিক্রিত জমি আমার দখলে নিয়েছি।ববং চাচা নবীনেওয়াজ,তার পালিতপুত্র জুয়েল ও তার স্ত্রী আসমা বিগত ৩১ ডিসেম্বর লাটিসোটা নিয়া আমার বাড়ীতে হামলা, লুটপাট, ভাংচুর করে লক্ষাধিক টাকা মালামাল নিয়া যায়।এ ব্যাপারে গৌরীপুর থানায় আমি বাদী হয়ে মামলা দায়ের করি।মামলা নং-০১ তাং০২/০১/২০২৩।