কেন্দুয়ায় খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ

juel / ৪৮ দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতাঃ

“শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যের আলোকে নেত্রকোনার কেন্দুয়ায় খাদ্য বান্ধব কর্মসূচি চাল বিতরণ শুরু হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) দুপুরে খাদ্য অধিদপ্তর পরিচালিত কেন্দুয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের সহযোগিতায় উপজেলার নওপাড়া ইউনিয়নে দূর্গাপুর মোড়ে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কাবেরী জালাল এ খাদ্য বান্ধব কর্মসূচি চাল বিতরণ শুরু করেন।

উল্লেখ, কেন্দুয়া উপজেলায় ১৩ টি ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচি আওতায় ৮৬৮৬ জন কার্ডধারীকে খাদ্য সহায়তা প্রদান করা হবে।

প্রতিজনকে ৩০ কেজি করে চাল ১৫ টাকা কেজি ধরে দেওয়া হবে।

নওপাড়া ইউনিয়নের ডিলার মেসার্স জুনাঈদ আহামেদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার ইউনিয়নে একাংশে ২৯১ জন কার্ডধারী আমি চাল বিতরণ করছি।

সপ্তাহে সোম, মঙ্গল, বুধবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এ চাল বিতরণের কার্যক্রম চলবে বলে তিনি জানান।

এসময় নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সারোয়ার জাহান কাওসার, কেন্দুয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ শহীদুল্লাহ্, স্থানীয় এলাকাবাসীসহ কার্ডধারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর