কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা ঃ
নেত্রকোনার কেন্দুয়ায় “দারিদ্র বিমোচন যাকাতের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে “দারিদ্র বিমোচন যাকাতের ভূমিকা” শীর্ষক মতবিনিময়ে উপজেলা পর্যায়ে যাকাত দাতাদের নিয়ে এ মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাবেরী জালাল সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, উপজেলা ফিল্ড সুপার ভাইজার রেজুওয়ানুল হক, মডেল কেয়ারটেকার আব্দুল কাইয়ুম প্রমূখ।
এব্যাপারে ফিল্ড সুপার ভাইজার রেজুওয়ানুল হক বলেন, এবার উপজেলার বৃত্তবানদের কাছ থেকে ৪ লাখ টাকা উত্তোলনের জন্য লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। উত্তোলনের টাকা অসহায় ও গরীবদের মাঝে যাকাত হিসেবে বিতরণ করা হয়।
এসময় উপজেলা বিভিন্ন ইউনিয়নের ইসলামিক ফাউণ্ডেশন শিক্ষকগণ, বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন।