গৌরীপুরে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল ওজনে কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা

juel / ৪৬ দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

গৌরীপুর( ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুরে দু:স্থ্য ও অতিদরিদ্রদের জন্য বরাদ্দকৃত খাদ্য বান্ধব কর্মসূচীর ১৫ টাকা কেজি মূল্যের চাল ওজনে কম দেয়ায় দুই ডিলারকে জরিমানার করেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাইফুল ইসলাম।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কার্যালয়সূত্রে জানা গেছে, উপজেলার মাওহা ইউনিয়নের লক্ষীনগর মাওহা বাজারের খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার মাসুদ করিম রোবেলের দোকান পরিদর্শনকালে ১১০ জনকে ভোক্তাকে ১ কেজি করে চাল কম দেয়ায় সরকার নির্ধারিত মূল্যের দ্বিগুণ ১০ হাজার ৩শ ৮৩ টাকা এবং ভূটিয়ারকোনা বাজারের ডিলার আব্দুল জব্বারের দোকান পরিদর্শনে ৯০ জনকে ১ কেজি করে চাল কম দেয়ায় সরকার নির্ধারিত মূল্যের দ্বিগুণ  ৮ হাজার ৪শ ৯৫ টাকা জরিমানা করে।

এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, এ রকম অনিয়ম করলে কাউকে ছাড় দেয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর