ময়মনসিংহের গৌরীপুরে রামগোপালপুর ইউনিয়নের পাঁচাশি গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের ঈদ সামগ্রী উপহার দেওয়া হয়। সোমবার দুপুরে ৪০টি পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করেন জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।
এদিন পাঁচাশি গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ মানুষদের সার্বিক খোঁজ-খবর নেন। পরে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।
ঈদ উপহারের মধ্যে রয়েছে চাল, শাড়ি, লুঙ্গি, পোলাও চাল, তেল, চিনি, সেমাই, গুঁড়া দুধের প্যাকেট, নুডলস ও সাবান।
এ সময় এমপি নাজিম উদ্দিন আহমেদ বলেন, অগ্নিকাণ্ডে যে ক্ষতি হয়েছে সেটা অপূরণীয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ঈদ উপহার নিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করেছি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা পাপ্পু প্রমুখ।
উল্লেখ্য যে, গত ১৯ ফেব্রুয়ারি উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পাঁচাশি গ্রামে বিদ্যুতের খুঁটি স্থাপনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে সাজ্জাদুল হক নামে এক কৃষক নিহত হয়। ওই ঘটনার জেরে পাঁচাশি গ্রামে অর্ধশতাধিক ঘরে অগ্নিসংযোগ করা হয়।