কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতাঃ
কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা করেছেন নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক ও সাবেক ছাত্রনেতা আলমগীর হাসান।
সোমবার (২৪ এপ্রিল) দুপুরে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভায় মিলিত হন।
রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি আবুল কাশেম আকন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. লাইমুন হোসেন ভূইয়ার পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আলমগীর হাসান।
আলমগীর হাসান তার বক্তব্যে বলেন, আমি আওয়ামী লীগের একজন সামান্য কর্মী। আমাদের নেত্রী শেখ হাসিনা একজন ধৈর্যশীল মানুষ। তিনি ধৈর্যের প্রতীক। নেত্রীর কাছ থেকে আমাদের ধৈর্যের শিক্ষা নিতে হবে।
তিনি আরও বলেন, আমি দীর্ঘদিন যাবত আটপাড়া-কেন্দুয়া উপজেলার সাধারণ মানুষের সেবায় সাধ্যমতো কাজ করার চেষ্টা করে আসছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নেত্রী ও দলের মনোনয়ন বোর্ডের কাছে দলীয় মনোনয়ন চাইব। নেত্রী বা মনোনয়ন বোর্ড যাকে পছন্দ করেন তাকেই মনোনয়ন দিবেন। তবে আমার দাবি, নেত্রী যাকেই মনোনয়ন দেন-সেই মানুষটা যেন আটপাড়া ও কেন্দুয়াবাসীর জন্য নিরাপদ হয়। সাধারণ মানুষ যেন তার কাছে গিয়ে তাদের সুখ-দুঃখের কথাগুলো ভাগাভাগি করতে পারেন।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা আহবায়ক দৈনিক যুগান্তর প্রতিনিধি মামুনুর রশিদ মামুন, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাক প্রতিনিধি জিয়াউর রহমান জীবন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক নাঈম ইবনে আজাদ, তেলিগাতী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি দিদার তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সৃজন ভূইয়া, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সদস্য নাইম হাসান প্রমুখ।
এ সময় কেন্দুয়া ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, ছাত্রলীগ নেতা হেভেন, ছাত্রলীগ নেতা ফুরকান আহমেদ, জেলা ছাত্রলীগের সদস্য রাফিকুল ইসলাম, ছাত্রনেতা ইয়াসিন আরাফাত, সাবেক যুগ্ম সম্পাদক হানিফ নেওয়াজ, শিক্ষক বাকি বিল্লাহ আজাদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান কনক, আটপাড়া ছাত্রলীগের সদস্য রাজন আহমেদ, পৌর ছাত্রলীগের সদস্য সৈয়দ আতাউল গণি ওসমানীসহ দলীয় নেতাকর্মী ও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।