কেন্দুয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ৪ চালককে জরিমানা

juel / ৫০ দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতাঃ

ঈদ উল ফিতর উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৪ জন চালককে ৬ হাজার ১শ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৬ এপ্রিল) বিকেলে কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাবেরী জালাল পৌরশহরের বাসস্ট্যান্ড ও সিএনজি স্ট্যান্ডে এক অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের এ জরিমানা করেন।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন, নরসুন্দা ট্র্যাভেলসের চালক (সুপারভাইজার) খোকন মিয়া (৫ হাজার), সিএনজি চালক কাশেম (৫শ), মাঈনুল (৩শ) ও ইজিবাইক চালক মাহবুব (৩শ) টাকা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও কাবেরী জালাল বলেন, ঈদ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে- এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার বিকেলে পৌরশহরের বাসস্ট্যান্ড ও সিএনজি স্ট্যান্ড এলাকায় এক অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়।

আবুল কাশেম আকন্দ

সংবাদদাতা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর