গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুরে আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসর সফলভাবে সমাপ্তি হওয়ায় সংবাদ সম্মেলন করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন টুর্নামেন্ট পরিচালনার আহবায়ক কমিটি।
শুক্রবার রাতে গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন আন্তঃব্যাচ টুর্নামেন্টের আহবায়ক হাক্কেল মবিন মুন্সী ও সদস্য সচিব তমাল খান পাঠান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদস্য সচিব তমাল খান পাঠান।
তিনি বলেন, প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে গৌরীপুরে এসএসসি ব্যাচ ভিত্তিক আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্টের আসর সফলভাবে সম্পন্ন হয়েছে।
এই আসরটিতে মোট খরচ হয়েছে তিন লাখ টাকা। এরমধ্যে এন্ট্রি ফি বাবদ এক লাখ ও অন্যান্য স্পন্সর বাবদ এক লাখ দশ হাজার এসেছে।
খেলা পরিচালনার জন্য ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ ৩০ হাজার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ৬১ হাজার, জেলা পরিষদ সদস্য মোহাম্মদ গোলাম সামদানী খান সুমন ১০ হাজার টাকা সহযোগিতা করেছেন।
এছাড়াও সাবেক জেলা পরিষদ সদস্য এইচ এম খায়রুল বাসার, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ সোহেল রানা ও গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েলসহ আরও ৮/১০ জন সার্বিক ও আর্থিকভাবে সহযোগিতা করেছেন ও খোঁজ-খবর নিয়েছেন।
আন্তঃব্যাচ টুর্নামেন্টের আহবায়ক হাক্কেল মবিন মুন্সী বলেন, আসরের চুড়ান্ত খেলাশেষে পুরস্কার বিতরণীর সবার নাম ঘোষণা করতে পারিনি বলে আমরা পরিচালনা পরিষদ খুবই লজ্জিত। আমরা টুর্নামেন্টের এরকম আয়োজন সবসময় প্রত্যাশা করি এজন্য আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।