কেন্দুয়া( নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার কেন্দুয়ায় চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী ৪৭৬৫ জন।
সারা দেশের ন্যায় কেন্দুয়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৩ শুরু হবে রবিবার ( ৩০ এপ্রিল)।
কেন্দুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে এ বছর এসএসসি পরীক্ষায় কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে- ১৩৮৪ জন,সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যুতে- ৪৭৭ জন,সায়মা শাহজাহান একাডেমি ভেন্যুতে- ৪৮৮ জন,আশুজিয়া জে এন সি ইন্সটিটিউট কেন্দ্রে- ৮৭৯ জন,বৈখেরহাটি এন,কে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে- ৩০০,রঘুনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যুতে-২৮০জন ,সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে-৪৭৭ জন, সান্দিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেন্যুতে- ১৯২ জন,মোট ৪ টি কেন্দ্র এবং ৪টি ভেন্যুতে ৩২ টি প্রতিষ্ঠানের ৩৫১২ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিবে।
দাখিল পরীক্ষায় কেন্দুয়া আশরাফিয়া হুসাইনিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে- ৪৩৫ জন,ভরাপাড়া কামিল মাদ্রাসা কেন্দ্রে- ৩৮৯ জন, মোট ২ টি কেন্দ্রে ১৭ টি প্রতিষ্ঠানের ৮২৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিবে।
কারিগরি / ভোকেশনাল পরীক্ষায় রায়পুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে- ৩০৯ জন,বানেরটেক কারিগরি কলেজ কেন্দ্রে- ১২০ জন, মোট ২ টি কেন্দ্রে ১৩ টি প্রতিষ্ঠানের ৪২৯ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ গ্রহণ করবে।
আন্ত: শিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক পরীক্ষার সময় ৩ ঘন্টা, ১০ টা- ১ টা পর্যন্ত। লিখিত পরীক্ষা চলবে ৩০ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত এবং ২৪ মে থেকে ৩০ মের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।
এ বছর সব বিষয়ের পূর্ণ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে তা হবে বোর্ড কর্তৃক সংশোধিত সিলেবাসে। তা ছাড়া সৃজনশীল ও নৈর্ব্যক্তিক( এমসিকিউ)প্রশ্ন থাকবে আগের মতই।২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে।
কেন্দুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম বলেন রবিবার থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৩ শুরু হবে। মোট ৪৭৬৫ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ গ্রহন করবে।আশা করি সম্পুর্ন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল বলেন আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষার সম্পুর্ণ প্রস্তুতি সম্পন্ন হয়েছে।আশা করছি পরীক্ষার্থীরা সম্পুর্ণ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে তাদের পরীক্ষা শেষ করতে পারবে। উপজেলার মোট ৮টি কেন্দ্র ও ৪টি ভেন্যুতে ১২ জন টেগ কর্মকর্তা তাদের দায়িত্ব পালন করবেন। তাছাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার (ভুমি) তাদের দায়িত্ব ও যথাযথভাবে পালন করবেন এবং পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি থাকবে।